প্রকাশিত: ২০২১-০৪-০৩ ১৪:২৬:১৪
আপডেট: ২০২১-০৪-০৫ ০২:১৮:০৮
সিলেটটুডে ডেস্ক:
বইমেলা বন্ধ করে দেওয়া হবে, নাকি এক সপ্তাহ স্থগিত করা হবে—এ বিষয়ে শনিবার (৩ মার্চ) বিকালে সিদ্ধান্ত নেওয়া হবে। অমর একুশে বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব জালাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘লকডাউনে খুলে রাখার অবকাশ নেই। তাই কী করা হবে সেটা ঠিক করতে বিকালে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি আরও বলেন, সরকার এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। তাই এ অবস্থায় বইমেলা চলবে নাকি বন্ধ করে দেওয়া হবে তার জন্য বিকেলে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে প্রকাশক ও বাংলা একাডেমির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আশা করি, বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে মেলা নিয়ে আমরা সিদ্ধান্ত জানাতে পারব।
আপনার মন্তব্য