গ্রন্থমেলায় ‘ক্যাশব্যাক’

 প্রকাশিত: ২০১৬-০২-০৪ ২৩:৪৮:১২

সিলেটটুডে ডেস্ক:

গত দুই বছরের মত এবারও একুশে গ্রন্থমেলায় 'ক্যাশব্যাক'-এর সুবিধা রেখেছে মোবাইল ফিনানসিয়াল সার্ভিস বিকাশ।

মেলায় অংশগ্রহণকারী ১২৪টি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বই কেনার মূল্য বিকাশ দিয়ে পরিশোধ করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এ সুযোগ থাকবে মেলাচলাকালীন সময় পর্যন্ত।

বিকাশ সূত্রে জানা যায়, বিকাশ দিয়ে কেনাকাটায় কোনো চার্জ প্রদান করতে হবে না। গ্রাহক মূল্য পরিশোধ করার পরবর্তী কর্ম দিবসের মধ্যেই তার বিকাশ অ্যাকাউন্টে ক্যাশব্যাকের পরিমাণ জমা হবে।

বিকাশ ব্যবহারকারীকে প্রথমে *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে গিয়ে ‘৩’ নির্বাচিত করে ‘পেমেন্ট’ পছন্দ করতে হবে। এরপর বেশকিছু ধাপ অনুসরণ করে এই সেবাটি গ্রহণ করা যাবে।

২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠীকে সেবা প্রদানের লক্ষ্যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদান করে চলেছে। বিকাশ- ব্র্যাক ব্যাংক, ইউএস ভিত্তিক মানি ইন মোশন এবং ওয়ার্ল্ড ব্যাংকের অন্তর্গত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিনান্স করপোরেশন এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

আপনার মন্তব্য