গ্রন্থমেলায় ‘তাসেরা বুকমার্ক’ শিরোনামে মলাটবদ্ধ জুয়েইরিযাহ মউ

 প্রকাশিত: ২০১৬-০২-০৯ ০১:০৯:৪৬

 আপডেট: ২০১৬-০২-০৯ ০১:৪৪:৫২

নিজস্ব প্রতিবেদক:

জুয়েইরিযাহ মউ কবিতা লেখেন অনেকদিন। ঢাকার মঞ্চনাটকে তিনি নিয়মিত মুখ। ব্যাপক আগ্রহ রয়েছে মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্রে, সম্প্রতি এই বিষয়ে পড়াশোনাও করছেন। শিল্প-সাহিত্যের বিভিন্ন ধারায় যুক্ত থাকা সত্ত্বেও ভাবনায় মূলত তিনি কবি। ২০১৩ সালের দিকে তাঁর লেখা 'প্রযত্নে' সিরিজের ৪০টি কবিতা এবার অমর একুশে গ্রন্থমেলায় ‘তাসেরা বুকমার্ক’ শিরোনামে মলাটবদ্ধ হচ্ছে।

এ সিরিজের কবিতার পেছনে কি ভাবনা কাজ করেছে, এমন প্রশ্নে মউ বলেন, "যে জীবন যাপন করি, যার ভেতর দিয়ে যাই, যা দেখি, যা দেখতে চেয়েও দেখতে পারি নি, যেখানে খাই-দাই-ঘুমাই-আড্ডা দেই। যে জায়গাগুলো বা ঘটনাগুলো নিয়ে মাথায় কিছু একটা চলে। এ সমস্তকিছুই কবিতায় উঠে আসে কিংবা আসে না। তাস দিয়ে বুক মার্ক করে রাখার মতোন যে দৃশ্য দেখি হুট করে কিংবা দেখেও দেখি না এ সমস্ত কিছু নিয়েই এই জার্নিটা।"

মিতাক্ষরা প্রকাশনী থেকে বের হওয়া এই বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। ১৪/১৫ ফেব্রুয়ারি বাংলা একাডেমী প্রাঙ্গণে অবস্থিত লিটল ম্যাগ চত্বরে বইটি পাওয়া যাবে। পরবর্তীতে চট্টগ্রামের বাতিঘর, নন্দন এবং সিলেট থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

আপনার মন্তব্য