প্রকাশিত: ২০১৬-০২-১১ ১৩:১৭:০৯
নিজস্ব প্রতিবেদক:
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে প্রবাসী লেখক এম এল গনির ছোটগল্পের বই ‘কচি চেহারার বিড়ম্বনা’।
লেখক জানিয়েছেন, তাঁর বইটিতে দেশ বিদেশের বাস্তব জীবন ভিত্তিক কাহিনী নিয়ে গড়ে উঠা কয়েকটি ছোটগল্প স্থান পেয়েছে। বইটির ভূমিকা লিখেছেন এবারের একুশে পদকের জন্য ঘোষিত কথাসাহিত্যিক হায়াৎ মামুদ।
সুমন বৈদ্যের প্রচ্ছদে ২৪৬ পৃষ্ঠার বইটি পাওয়া যাবে পুথিনিলয় প্রকাশনিতে (স্টল নম্বর ৪৬৭ ও ৪৬৮)।
আপনার মন্তব্য