পাইরেটেড বইয়ের বিরুদ্ধে বাংলা একাডেমির অভিযান

 প্রকাশিত: ২০১৬-০২-১৪ ২৩:৫৩:৪৮

সিলেটটুডে ডেস্ক:

একুশে গ্রন্থমেলায় পাইরেটেড বইয়ের বিরুদ্ধে বাংলা একাডেমির অভিযান অব্যাহত রয়েছে।

কপিরাইট টাস্কফোর্সের অভিযানে এখন পর্যন্ত তিনটি প্রকাশনীর স্টল বন্ধ করে দিয়েছে তারা।

গ্রন্থমেলার নবম দিন মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) পাইরেটেড বই বিক্রির কারণে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ‘ঐক্য প্রকাশনী’র স্টল বন্ধ করা হয়েছিল। আর রোববার বন্ধ করে দেওয়া হয়েছে ‘রঙিনফুল’ ও ‘নীলপরী’ নামক দুই প্রকাশনী।

এ প্রসঙ্গে টাস্কফোর্সের প্রধান মনজুরুর রহমান সংবাদমাধ্যমকে জানান, বন্ধ স্টলগুলো হচ্ছে ‘রঙিনফুল’ ও ‘নীলপরী’। মোটু পাতলুসহ বিভিন্ন নামে রঙিন ফুল বিদেশি বই পাইরেসি করে বিক্রি করছে। আবার তাদেরই কয়েকটি পাইরেটেড বই ‘নীলপরী’র স্টলে বিক্রি হতে দেখা যায়। এ কারণে দু’টি স্টলকেই বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার থেকে বইমেলায় স্টল দুটি বন্ধ থাকবে বলে জানান সংস্কৃতি মন্ত্রণালয়ের এই যুগ্মসচিব।

আপনার মন্তব্য