প্রকাশিত: ২০১৬-০২-১৫ ১৩:৫১:০৩
সিলেটটুডে ডেস্ক:
অমর একুশে গ্রন্থমেলায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক নঈম নিজামের তিনটি বই প্রকাশিত হয়েছে।
এর মধ্যে দুটি বই, ‘চাঁদের আলোয় মৃত্যু দেখা’ ও ‘প্রিন্ট জার্নালিজম: কীভাবে সাংবাদিক হবেন’ এসেছে অন্বেষা প্রকাশন থেকে। এছাড়া তাম্রলিপি প্রকাশ করছে ‘ভ্রমণে কত কাহিনী’। সবকটি বইয়ের প্রচ্ছদ করেছেন শাকীর এহসানুল্লাহ।
‘চাঁদের আলোয় মৃত্যু দেখা’ গ্রন্থটি লেখকের নির্বাচিত কলাম সংকলন। কলামগুলোতে সাম্প্রতিক রাজনীতি ও সমাজের নানা দিক আলোচিত হয়েছে। লেখক দেশের বিদ্যমান সমস্যা ও সঙ্কট উত্তরণের উপায়সহ বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছেন। সমকালীন রাজনীতির নানা দিকের পর্যবেক্ষণের পাশাপাশি উঠে এসেছে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা।
কোনো কোনো লেখায় সমস্যা সমাধানের সুস্পষ্ট নির্দেশনাও রয়েছে। দেশ সম্পর্কে একজন গুণী সাংবাদিকের গভীর পর্যবেক্ষণ পাঠককে ভাবাবে, উৎসাহিত করবে।
‘প্রিন্ট জার্নালিজম: কীভাবে সাংবাদিক হবেন’ গ্রন্থটিতে সাংবাদিকতার নানাদিক উঠে এসেছে। প্রিন্ট মিডিয়াতে কাজ করতে আগ্রহীরা এ বইয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে সংবাদ সংগ্রহ ও সংবাদ পরিবেশনার একটি দিকনির্দেশনা পাবেন। বইটিতে একজন নবীন সাংবাদিক হিসেবে গড়ে ওঠার জন্য নানা কৌশল, নীতি ও আদর্শের কথা তুলে ধরা হয়েছে।
‘ভ্রমণে কত কাহিনী’ গ্রন্থটিতে লেখক পেশাগত জীবনে দায়িত্ব পালন করতে গিয়ে দেশে-বিদেশে বিভিন্ন অভিজ্ঞতার আলোকে তুলে ধরেছেন। বিদেশের একাধিক গণমাধ্যম ইনস্টিটিউট পরিদর্শন, আন্তর্জাতিক মিডিয়া বিবিসি, সিএনএন, আল জাজিরাসহ বিভিন্ন সংবাদ সংস্থা সরেজমিনে পর্যবেক্ষণ, বিভিন্ন সেমিনারে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথা এ বইতে উঠে এসেছে।
আপনার মন্তব্য