প্রকাশিত: ২০১৬-০২-১৮ ০২:০৮:৪১
আপডেট: ২০১৬-০২-১৮ ২২:১৩:১৪
সিলেটটুডে ওয়েব ডেস্ক:
ব-দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত 'ইসলাম বিতর্ক' নামের বইয়ে আপত্তিকর বিষয় থাকার কারণ দেখিয়ে বইটির প্রকাশককে গ্রেপ্তার ও ব-দ্বীপ প্রকাশনীর স্টল বইমেলা থেকে বন্ধ করে দেয়া প্রসঙ্গকে কথা বলেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) একুশে বইমেলায় এসে সাংবাদিকদের তিনি বলেন ‘প্রথমত আমি কোনো স্টল বন্ধ করার পক্ষে নই। তবে যে বইটির কারণে স্টলটি বন্ধ করা হয়েছে, সেটির কয়েকটি লাইন আমাদের বাংলা একাডেমির মহাপরিচালক পড়ে শুনিয়েছেন। আমি কয়েক লাইন শোনার পর আর সহ্য করতে পারিনি। এত অশ্লীল আর অশালীন লেখা। এই স্টলটিকে আর অন্য দশটি সাধারণ স্টলের সঙ্গে তুলনা করলে চলবে না। তিনি বলেন, আমি মনে করে লেখালেখির সময় কিছুটা সতর্ক থাকতে হবে। যাতে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না আসে। আর যে বইটির বিষয়ে কথা হচ্ছে, আমার অনুরোধ কেউ যেন এই বইটি না পড়ে।
একই দিন বিকেলে অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ‘লেখক-প্রকাশক-পাঠক-জনতা’ ব্যানারে প্রকাশনা স্টল বন্ধ ও প্রকাশক শামসোজ্জোহা মানিককে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন হয়।
মুখে কালো কাপড় বেঁধে এই কর্মসূচিতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নিয়ে প্রতিবাদ জানান।
প্রকাশক শামসোজ্জোহাকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করা বিষয়ে অবশ্য কিছু বলেন নি অধ্যাপক জাফর ইকবাল।
সূত্র: বাংলামেইল২৪ডটকম ও ইত্তেফাক
আপনার মন্তব্য