আয়েশা আহমেদ-এর ‘পৃথিবীর রং বদলায়’ উপন্যাসের প্রকাশনা অনুষ্ঠিত

 প্রকাশিত: ২০১৬-০২-২৩ ০০:০৫:৪১

সাহিত্য ডেস্ক:

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র সাবেক ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ড. কবির চৌধুরী বলেছেন, প্রবাস জীবনে লেখালেখি করা অনেক কষ্টসাধ্য বিষয়। সকল প্রতিকূলতার মধ্যেও স্বদেশের জন্যে প্রবাসীদের ভাবনা-অনুভূতি তাদেরকে মহীয়ান করেছে। কবি ও ঔপন্যাসিক আয়েশা আহমেদ “পৃথিবীর রং বদলায়’ গ্রন্থ রচনার মাধ্যমে লেখালেখির সেই কষ্টটাকে নিজের মধ্যে ধারণ করেছেন এজন্যে তিনি ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন।

তিনি বলেন “পৃথিবীর রং বদলায়’ গ্রন্থটি পড়ার জন্য যথার্থ, পাঠকদের কাছে তা সমাদৃত হবে।

চৈতন্য প্রকাশনা কর্তৃক প্রকাশিত কবি ও ঔপন্যাসিক আয়েশা আহমেদ এর উপন্যাস ‘পৃথিবীর রং বদলায়” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইংল্যান্ড প্রবাসী লাখো বাঙালির কাহিনী নিয়ে রচিত কবি ও ঔপন্যাসিক আয়েশা আহমেদ এর উপন্যাস ‘পৃথিবীর রং বদলায়” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাসমিডিয়া (সিফডিয়া)’র আয়োজনে লেখক ও সংগঠক সেলিম আউয়ালের সভাপতিত্বে ও অনলাইন দৈনিক সিলেট এক্সপ্রেস ডট কম-এর স্টাফ রিপোর্টার তাসলিমা খানম বীথির পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সিলেট সংলাপ এর সম্পাদক মো. ফয়জুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মো. বশির উদ্দিন,  কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, যুক্তরাজ্য প্রবাসী লেখক ও সাংবাদিক মাহবুব আলম, প্রবাসী কবি তাবেদার রসুল বকুল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন চৈতন্য প্রকাশন-এর স্বত্বাধিকারী রাজীব চৌধুরী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন লিটল ম্যাগ পলি মাটির সম্পাদক বাশীরুল আমীন।  লেখক অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থের লেখিকা আয়েশা আহমেদ।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর সাহিত্য সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, একাত্তর টিভির ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, কবি মাসুদা সিদ্দিকা রুহি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাতক জনতা কলেজের অধ্যক্ষ মো. আখলাকুর রহমান, গ্রন্থের লেখিকা আয়েশা আহমেদের স্বামী প্রবাসী কমিউনিটি নেতা শামসুদ্দিন আহমেদ, প্রবাসী কমিউনিটি নেতা মো. মনছব আলী জেপি, কলামনিস্ট বেলাল আহমদ চৌধুরী।

আপনার মন্তব্য