প্রকাশিত: ২০১৬-০২-২৩ ২০:৪৮:০৪
আপডেট: ২০১৬-০৩-১৭ ২৩:০০:২২
সিলেটটুডে ডেস্ক:
অমর একুশে গ্রন্থমেলায় সিলেটের তরুণ লেখক প্রণবকান্তি দেব এর প্রবন্ধ গ্রন্থ ‘ভাবনার ছায়াপাত’ প্রকাশিত হয়েছে। এটি প্রণবকান্তি দেব এর ৬ষ্ঠ তম গ্রন্থ। এর আগে ২০০৩ সালে তার প্রথম কাব্য গ্রন্থ প্রকাশিত হয়।
‘ভাবনার ছায়াপাত’ গ্রন্থে বিভিন্ন সময় প্রকাশিত তার ২০টি প্রবন্ধ স্থান পেয়েছে। ইতিহাস, ঐতিহ্যসহ বিভিন্ন গবেষণা ধর্মী এ প্রবন্ধ গ্রন্থের ভূমিকা লিখেছেন বরেণ্য কথা সাহিত্যিক সেলিনা হোসেন। ইতোমধ্যে বইটি সিলেটসহ দেশের বিভিন্ন লাইব্রেরীতে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য প্রণবকান্তি দেব লেখালেখির পাশাপাশি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। গ্রন্থটি প্রকাশ করেছে ‘জলপাই’ প্রকাশন।
আপনার মন্তব্য