সাহিত্যচর্চার মাধ্যমে সুপথে ফিরবে বিপথগামীরা : প্রধানমন্ত্রী

 প্রকাশিত: ২০১৭-০২-০১ ২০:০৫:৫৪

সিলেটটুডে ডেস্ক:

বিপথগামী ছেলে-মেয়েরা সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে সুপথে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বই দিয়ে ছেলে-মেয়েদের বিপথে যাওয়া থেকে উদ্ধার করা যায় বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে গ্রন্থমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলা ভাষাকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে প্রকাশনা শিল্পের সাথে সংশিষ্টদেরও তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল বইয়ের লাইব্রেরি হাতের নাগালে থাকলেও এখনও হাতে নিয়ে পাতা উল্টে বই পড়াতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। এখন হাতে একটা যন্ত্র নিয়ে বই পড়া যায়। কিন্তু হাতে নিয়ে পাতা উল্টে বই পড়াতেই আনন্দ বেশি। ’

অনুষ্টানে প্রধানমন্ত্রী একুশের গ্রন্থমেলাকে আন্তর্জাতিক সাহিত্য অনুষ্ঠান আখ্যায়িত করে বলেন, আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও এই গ্রন্থমেলা বিশ্বব্যাপী পরিচিত। মেলা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বইমেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং লেখক-প্রকাশকদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

আপনার মন্তব্য