গ্রন্থমেলায় এ কে এম আব্দুল্লাহর ‘মাটির মাচায় দণ্ডিত প্রজাপতি’

 প্রকাশিত: ২০১৭-০২-০৮ ১৩:২৪:৩২

নিজস্ব প্রতিবেদক:

একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে এ কে এম আব্দুল্লাহর কাব্যগ্রন্থ ‘মাটির মাচায় দণ্ডিত প্রজাপতি’।

বইটি প্রকাশ করেছে বাসিয়া প্রকাশনি। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

বইটির মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা। পাওয়া যাচ্ছে একুশে গ্রন্থমেলার ৪১৩ নং স্টলে। এবং সিলেটের জসিম বুকহাউস এবং স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনিতে।

কবি এ কে এম আব্দুল্লাহর জন্ম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নে। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যের লন্ডনে বাস করছেন।

এ কে এম আব্দুল্লাহ ইতোমধ্যে কয়েকটি কবিতার বই ও উপন্যাস লিখেছেন। তিনি লন্ডন আমেরিকা, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পত্রিকা, অনলাইন পত্রিকা, ম্যাগাজিন, সাহিত্যব্লগ, লিটলম্যাগে নিয়মিত লিখছেন।

তাঁর প্রকাশিত প্রকাশিত গ্রন্থগুলো হলো সচেতনতা (কবিতা), হৃদয়ে রক্তক্ষরণ (কবিতা), পঙক্তি স্বজন (কবিতা যৌথ), রাতের জল (কবিতা), ক্ষুধা ও সৌন্দর্য (উপন্যাস) এবং মাটির মাচায় দণ্ডিত প্রজাপতি (কবিতা)।

আপনার মন্তব্য