প্রকাশিত: ২০১৭-০২-০৯ ২৩:২৬:৪৭
পাবনা সংবাদদাতা:
পাবনা বইমেলার ৮ম দিন ছিলো ক্রেতা ও দর্শকদের উপচে-পড়া ভিড়। দিন যতই গড়িয়ে যাচ্ছে ততই মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে উঠছে।
বই পড়া নিয়ে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারি ছিল কৃষিবিদদের আলোচনা। সন্ধ্যা সাড়ে ৬ টায় বই মেলা মঞ্চে সভায় অংশগ্রহণ করেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিভূতি ভূষণ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ খয়ের উদ্দিন মোল্লা, কৃষিবিদ আব্দুল লতিফ, কৃষিবিদ মাসুম বিল্লাহ, প্রগতিশীল কৃষক আব্দুল লতিফ খান ও দোতালা কৃষির উদ্ভাবক কৃষিবিদ অধ্যাপক জাফর সাদেক। সভা সঞ্চালনা করেন এডভোকেট মোসফেকা জাহান কনিকা ও ড.হাবিবুল্লাহ।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সম্পাদক আব্দুল মতীন খান প্রমুখ। এছাড়া মেলা মঞ্চে শিশু একাডেমী সঙ্গীত,সোনার বাংলা মা একাডেমি নৃত্য, সঙ্গীত বিদ্যবিথী সঙ্গীত, চিকনাই সৌখিন শিল্পী গোষ্ঠী বাউল সঙ্গীত এবং মানবাধিকার নাট্য পরিষদ নাটক মঞ্চস্থ হয়।
কৃষিবিদদের আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষি উন্নয়নে বই পড়ার অভ্যাস ব্যাপক ভূমিকা রাখে। যুগের সাথে তাল মিলিয়ে কৃষির ফলন বৃদ্ধি করতে হলে কৃষি শিক্ষা বেশ সহায়ক ভূমিকা রাখে। কৃষকদের শুধু কৃষি ভিত্তিক বই পড়লেই চলবে না, পাশাপাশি অন্যান্য বইও তাদের অধ্যয়ণ করতে হবে। কারণ বই পড়া ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। কৃষির আধুনিকায়নে বই পড়ার কোন বিকল্প নাই।
মাসব্যাপী বই মেলার দিন যত বাড়ছে, ততই নবীন ও প্রবীণ লেখকদের নতুন নতুন বইয়ের আত্মপ্রকাশ ঘটছে। অনেকেই তাদের পরিবারসহ বই মেলায় এসে বই ক্রয় করছেন। পিতা-মাতা কিনছেন তাদের প্রয়োজনীয় বই এবং ছোটরা কিনছে ছড়া, কার্টুন, ভুতের গল্পসহ বিভিন্ন শিশুতোষ বই।
আপনার মন্তব্য