গ্রন্থমেলায় মাহবুবুল হক শাকিলের ‘ফেরা না-ফেরার গল্প’

 প্রকাশিত: ২০১৭-০২-১১ ০০:৫৪:২৯

 আপডেট: ২০১৭-০২-১১ ০১:১০:৩২

সিলেটটুডে ডেস্ক:

সদ্য প্রয়াত কবি, লেখক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের একমাত্র গল্পের বই ‘ফেরা না-ফেরার গল্প’-এর মোড়ক উন্মোচন হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বইটির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

অনুষ্ঠানে শাকিলের গল্প নিয়ে আলোচনা করেন কথাশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও মইনুল আহসান সাবের। এ সময় লেখকের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

‘ফেরা না-ফেরার গল্প’ বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ।

আপনার মন্তব্য