প্রকাশিত: ২০১৭-০২-১৪ ১৯:৫৬:০৮
আপডেট: ২০১৭-০২-১৪ ১৯:৫৯:১৮
সিলেটটুডে ডেস্ক:
রাজধানীতে অমর একুশে গ্রন্থমেলায় অভিযান চালিয়েছে টাস্কফোর্স।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালিত হয়।
এসময় নয়টি প্রকাশনা সংস্থাকে মৌখিকভাবে সর্তক করে দেয়া হয়েছে। সংস্থাগুলো হলো, হলি প্রকাশনী, রেজা প্রকাশনী, শিশুসাহিত্য, বইপড়ি, রাতুল গ্রন্থপ্রকাশ, মেলা, প্রিয়প্রকাশ, পিপিএমসি ও জোনাকী প্রকাশনী।
জানা যায়, শিশুদের কর্নারে বড়দের বই, পাইরেটেড বই, অননুমোদিত বিদেশি লেখকদের বই এসব স্টল থেকে জব্দ করা হয়েছে এবং প্রকাশনা সংস্থাগুলোকে সর্তক করা হয়েছে। পরবর্তীতে এমন কাজ করলে তাদের স্টল বন্ধ করে দেওয়া হবে।
আপনার মন্তব্য