গ্রন্থমেলায় কামরুজজামান কামরুলের কাব্যগ্রন্থ ‘একলা শালিক’

 প্রকাশিত: ২০১৭-০২-১৮ ২০:৪৯:৩৯

নিজস্ব প্রতিবেদক:

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি কামরুজজামান কামরুলের কাব্যগ্রন্থ ‘একলা শালিক’।

বইটি প্রকাশ করেছে ঢাকার প্রকাশনা সংস্থা মুক্তভাষ ফাউন্ডেশন। প্রচ্ছদ করেছেন অলিউর রহমান। গ্রন্থটির শুভেচ্ছা মূল্য ১৫০ টাকা।

এটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দি উদ্যানস্থ ছয় নম্বর চত্বরের বিশ্ব সাহিত্য ভবনের ৩৪৯-৩৫২ নং স্টলে। একই সঙ্গে বইটি পাওয়া যাচ্ছে রাজশাহীর সাহেব বাজারস্থ বই বিচিত্রা লাইব্রেরি ও বরিশালের বিএম কলেজস্থ কলেজ লাইব্রেরিতে।

কবি কামরুজজামান কামরুল বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী কলেজে সমাজকর্ম বিভাগে অধ্যাপনা করছেন। কবি এবং গীতিকার হিসেবে পরিচিত লেখকের নতুন উপন্যাস 'কাবেরী দাশ' প্রকাশের অপেক্ষায় আছে।

আপনার মন্তব্য