বইমেলায় সুমন্ত গুপ্তের ‘স্বল্পদৈর্ঘ্য ভ্রমণ’

 প্রকাশিত: ২০১৭-০২-২৩ ১৫:১৬:৫৪

নিজস্ব প্রতিবেদক:

মনের ইচ্ছামতো দেশ-বিদেশে ঘুরে বেড়াতে কার না ভাল লাগে? তবে সেই সময় ও সুযোগ সবাই পায় না অথবা হয় না। তবে আগ্রহ ও কৌতূহলটা অনেকের মনেই রয়ে যায়। আর সেই চাহিদা পূরণে ভ্রমণ কাহিনী বা ভ্রমণ সাহিত্যের আশ্রয় নেন কেউ কেউ। বিশেষ করে ঘুরে বেড়ানোর মানসিকতার সঙ্গে যদি থাকে পাঠাভ্যাস।

সেই সব পাঠকদের জন্য এবারের একুশে বইমেলায় বেরিয়েছে নবীন লেখক, সংগঠক ও আবৃত্তিকার সুমন্ত গুপ্তের 'স্বল্পদৈর্ঘ্য ভ্রমণ'। এই বইটিতে স্থান পেয়েছে লেখকের নির্বাচিত ভ্রমণ কাহিনী। এসব ভ্রমণ কাহিনীর পাতায় চোখ বুলিয়ে পাঠক সহজেই উপলব্ধি করতে পারবেন অচেনা স্থান ও তার ইতিহাস কিংবা সেই অঞ্চলের জনগোষ্ঠীর জীবনধারা।

মেলবন্ধন প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী অরূপ বাউল। বইমেলায় লিটলম্যাগ চত্বরের ৬২ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

আপনার মন্তব্য