বইমেলায় এসেছে সুরাইয়া হেনার গল্পগ্রন্থ ‘মেঘবাড়ি’

 প্রকাশিত: ২০১৭-০২-২৩ ১৯:২৫:০৫

নিজস্ব প্রতিবেদক:

এবারের একুশে বইমেলায় প্রকাশ হয়েছে সুরাইয়া হেনার গল্পগ্রন্থ 'মেঘবাড়ি'। এটি লেখকের প্রথম প্রকাশিত বই।

বইটিতে ১১টি গল্প রয়েছে। গল্পগুলো হচ্ছে- মেঘবাড়ি, নীল চোখের গল্প, কোনো এক বর্ষার বিকেলে, জীবন কয়েক মুঠো শব্দে, সোনালি সাঁঝের ভালোবাসারা, এক টুকরো আকাশ, কৃষ্ণচূড়া, ডাকবাক্স, পদ্মজল, মৌনতা ও রক্তজবায়।

প্রকাশনা সংস্থা 'দাড়িকমা' থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন শাকীর এহসানুল্লাহ।। বইটির মূল্য ১৩৫ টাকা। বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি আয়োজিত বইমেলার লিটল ম্যাগ চত্বরের 'দাড়িকমা' প্রকাশনীর স্টলে (স্টল নং- ১০)। পাশাপাশি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে 'ম্যাগনাম ওপাস' এর ৩৮৮-৮৯ নম্বর স্টলে।

আপনার মন্তব্য