বইমেলায় মুক্তারা বেগম নদীর ‘একলা পাখি’

 প্রকাশিত: ২০১৮-০২-০২ ১৮:৪৯:৩৮

নিজস্ব প্রতিবেদক:

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি মুক্তারা বেগম নদীর কবিতার বই ‘একলা পাখি’। এটা তাঁর প্রথম কবিতার বই।

বইটি প্রকাশ করেছে কুঁড়েঘর প্রকাশনী। প্রচ্ছদ করেছেন হিমেল হক। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ১২২ নং স্টলে। মূল্য ২০০ টাকা।

প্রেম, বিরহ, অপেক্ষা, একাকীত্ব বিষয়গুলোকে উপজীব্য করে লেখা ৪৫ টি কবিতা স্থান পেয়েছে বইটিতে।

নিজের বই ও লেখালেখি নিয়ে মুক্তারা বেগম নদী বলেন, ব্যস্ত এই শহরে, কর্মক্লান্ত দিনের মাঝেও চেষ্টা করেছি আমার ভাবনাগুলোকে কবিতায় রূপ দিতে। কবিতার বিষয়বস্তু হিসাবে আমার সব সময়ের প্রিয় প্রেম ভালবাসা, প্রকৃতি আর অপেক্ষা, প্রতিটা মানুষই কারো না কারো জন্য অপেক্ষা করে, কেউ পায়, কেউ পায় না, কেউ কেউ একা পাখির মতই অপেক্ষায় কাটিয়ে দেয় পুরো একটা জীবন। সেই সব মানুষের আকুতিকে আঁকতে চেয়েছি, আমার কবিতায়।

মুক্তারা বেগম নদীর জন্ম চায়ের দেশ সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। বাবার মার বড় সন্তান। পড়াশুনা, ইডেন মহিলা কলেজ থেকে অর্থনীতিতে এমএ, ইংল্যান্ডের লন্ডন স্কুল অফ কমার্স থেকে এমবিএ। বর্তমানে দেশের একটি আইটি কোম্পানিতে কর্মরত।

আপনার মন্তব্য