শ্রীহট্টের ইতিহাস নিয়ে বইমেলায় ‘সিলেটের তাম্রশাসন’

 প্রকাশিত: ২০১৮-০২-০৬ ১৪:১৪:৩৭

 আপডেট: ২০১৮-০২-০৬ ১৪:১৬:৫৫

নিজস্ব প্রতিবেদক:

প্রাচীন শ্রীহট্টের ঐতিহাসিক, রাজনৈতিক ও সামাজিক বিধি ব্যবস্থাদি নিয়ে বইমেলায় প্রকাশিত হয়েছে ‘সিলেটের তাম্রশাসন (খ্রিস্টাব্দ সপ্তম শতক থেকে একাদশ শতক)’।

বইটি প্রকাশ করেছে ঢাকার প্রকাশনা প্রতিষ্ঠান ‘এক রঙ্গা এক ঘুড়ি’। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বইমেলার স্টল নং ৬৫৪ এবং সিলেটের বইমেলায় ২০ নং স্টলে।

জানা যায়, সিলেটের প্রাচীন ইতিহাস ঐতিহ্যের অমূল্য নিদর্শন তাম্রশাসনগুলির পাঠোদ্ধার ও বিশ্লেষণ করে উপমহাদেশের প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক ও গবেষক সিলেটের কৃতি সন্তান কমলাকান্ত গুপ্ত। ১৯৬৭ সনে প্রকাশিত প্রামাণ্য গ্রন্থ Copper Plates of Sylhet-এর বাংলায় অনুবাদ করেছেন হিমাদ্রী দাশ পুরকায়স্থ।

বইটির দাম রাখা হয়েছে ৪৫০ টাকা।

আপনার মন্তব্য