বইমেলায় বদরুজ্জামান জামানের ‘জলরঙে আঁকা ছবি’

 প্রকাশিত: ২০১৮-০২-০৭ ০১:২৫:১৫

খালেদ উদ-দীন:

অমর একুশে বইমেলা ২০১৮ উপলক্ষে প্রকাশ হয়েছে ফ্রান্স প্রবাসি কবি বদরুজ্জামান জামানের নতুন কাব্যগ্রন্থ ‘জলরঙে আঁকা ছবি’।

বইটি প্রকাশ করেছে নাগরী প্রকাশন। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বইমেলার ‘নাগরী প্রকাশনী’র স্টল নম্বর-৩০৮, এবং সিলেট বইমেলাসহ দেশের বিভিন্ন লাইব্রেরিতে।

বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ; মূল্য ১৪০ টাকা। কবি ও ছড়াশিল্পী বদরুজ্জামান জামানের এটি চতুর্থ বই।

'জলরঙে আঁকা ছবি' কাব্যগ্রন্থে মোট ৫৩ টি কবিতা রয়েছে। কবির কবিতার নিজস্ব একটা স্টাইল আছে। ভাষা ছন্দ ও উপমা ব্যবহারে তিনি খুব সচেতন। প্রবাস জীবনের আকুলতা, দেশ মাতৃকার ভালোবাসা যেমন তাঁর কবিতায় আছে, তেমনি সমাজের নানান অসঙ্গতি ওঠে এসেছে এই বইয়ের কবিতাগুলোতে। 'জলরঙে আঁকা ছবি' কাব্যগ্রন্থের কবিতাগুলো পরিশীলিত, সুভাবনাপ্রসূত। আশা করি পাঠক এই কাব্যপাঠে মুগ্ধ ও অভিভূত হবেন।

বদরুজ্জামান জামান ২০০৫ সাল থেকে প্রবাস জীবন যাপন করছেন। প্রবাস জীবনের যান্ত্রিক ব্যস্ততার মাঝেও স্বদেশপ্রীতি ও শিকড়ের টানে প্রতিনিয়ত লিখছেন।

তাঁর প্রকাশিত অন্যান্য বইগুলো হচ্ছে--অশান্ত সমুদ্র পুষি (কাব্য-২০১৫), বোধের দরজায় খিল (কাব্য-২০১৬), নানা রঙের ছড়া (ছড়া-২০১৭)। তাছাড়াও তিনি সাহিত্যের ছোটকাগজ ‘স্রোত’ ও অনলাইন নিউজ পোর্টাল ‘মুক্তকথা টুয়েন্টিফোর ডটকম’ সম্পাদনা করছেন।

আপনার মন্তব্য