বইমেলায় রাজেশ পালের ‘শেকল ভাঙার ছিন্নপত্র’

 প্রকাশিত: ২০১৮-০২-১৬ ১৭:২৬:১৩

নিজস্ব প্রতিবেদক:

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট রাজেশ পালের বই ‘শেকল ভাঙার ছিন্নপত্র’।

বইটি প্রকাশ করেছে বলাকা প্রকাশন। পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানস্থ মেলার ৬৩৭ নং স্টলে।

রাজেশ পাল পেশায় আইনজীবী। বিভিন্ন অনলাইন গণমাধ্যম সহ ব্লগে লিখছেন দীর্ঘদিন থেকে। এটা তার প্রকাশিত প্রথম গ্রন্থ।

নিজের লেখালেখি ও এ বই সম্পর্কে রাজেশ পাল বলেন, আমার লেখালেখির চিন্তাসূত্র মূলত মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। আমার পিতা ছিলেন একাত্তরের রণাঙ্গনের যোদ্ধা, সে হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। অনলাইনে মুক্তিযুদ্ধ বিরোধিদের অপপ্রচার ও আস্ফালনে আমি অনেকটাই সংক্ষুব্ধ হয়ে নিজের লেখালেখি মূল কেন্দ্র মুক্তিযুদ্ধ হিসেবে নির্ধারণ করি। জাতির গৌরবের এই ইতিহাস, পরিস্কার করে বললে সঠিক ইতিহাস আগামি প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে মূলত বিষয় নির্ধারণ করেছি।

‘শেকল ভাঙার ছিন্নপত্র’ বিষয়বস্তু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে ঘিরে, জানান রাজেশ পাল।

আপনার মন্তব্য