গ্রন্থমেলায় মুজিব ইরমের ‘পাঠ্যবই’

 প্রকাশিত: ২০১৯-০২-০৩ ১২:৫৫:০৪

নিজস্ব প্রতিবেদক:

অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ প্রকাশিত হয়েছে কবি মুজিব ইরমের নতুন কবিতার বই 'পাঠ্যবই'।

চৈতন্য থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী সমর মজুমদার।

বই সম্পর্কে মুজিব ইরম বলেন, 'পাঠ্যবই'কে যথারীতি আমি আমার ১৫তম প্রথম বই বলতে চাই। কারণ একটা বই-ই তো আমি লিখতে চাই জীবনভর। আউট বই লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিলো, হচ্ছে না কিছুই। তাই এবার 'পাঠ্যবই' লিখতে চেয়েছি। মন বলছে, এ-পুস্তক অপাঠ্য রবে না আর। একদিন পাতাগুলো ভরে যাবে গুণে, আগর চন্দনে।

'পাঠ্যবই' পাওয়া যাচ্ছে মেলায় চৈতন্যের ৫৩৫-৫৩৬ নাম্বার স্টলে। ৬৪ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ১৬০ টাকা।

মুজিব ইরমের জন্ম মৌলভীবাজার জেলার নালিহুরী গ্রামে ১৯৬৯ সালে। পড়াশোনা করেছেন সিলেট, ঢাকা ও যুক্তরাজ্যে। তার প্রকাশিত অন্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে: মুজিব ইরম ভনে শোনে কাব্যবান (১৯৯৬), ইরমকথা (১৯৯৯), ইরমকথার পরের কথা (২০০১), ইতা আমি লিখে রাখি (২০০৫), উত্তরবিরহচরিত (২০০৬), সাং নালিহুরী (২০০৭), শ্রী (২০০৮), আদিপুস্তক (২০১০), লালবই (২০১১), নির্ণয় ন জানি (২০১২), মুজিব ইরম প্রণীত কবিতাসংগ্রহ: ইরমসংহিতা (২০১৩), বাংলা একাডেমি থেকে নির্বাচিত কবিতার বই: ভাইবে মুজিব ইরম বলে (২০১৩), কবিবংশ (২০১৪), শ্রীহট্টকীর্তন (২০১৬), চম্পূকাব্য (২০১৭), আমার নাম মুজিব ইরম আমি একটি কবিতা বলবো (২০১৮)। এছাড়া লিখছেন গল্প, উপন্যাস, শিশুসাহিত্য।

আপনার মন্তব্য