প্রকাশিত: ২০১৯-০২-১২ ২০:৩৪:২৬
আপডেট: ২০১৯-০২-১২ ২০:৪৩:২৬
নিজস্ব প্রতিবেদক:
এবারের অমর একুশে বই মেলায় প্রকাশিত হচ্ছে লেখক ও গবেষক সৈয়দা আঁখি হকের বই ‘গল্পে গানে শাহ্ আবদুল করিম’।
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি (শুক্রবার) অমর একুশে বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে বইটি।
বাউল সম্রাটের জীবনী ও গান নিয়ে লিখা বইটি প্রকাশ করছে জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান অক্ষরবৃত্ত প্রকাশন। বইটির প্রচ্ছদ তৈরি করেছেন সাদাত আহমেদ।
সৈয়দা আঁখি হকের লিখা এই বইটি অক্ষরবৃত্ত প্রকাশনের একুশে বইমেলা ঢাকা (স্টল নং- ২৭৮), টট্টগ্রাম বইমেলা (স্টল নং- ৮৮) ও সিলেট বইমেলার জসিম বুক হাউজ স্টলের পাশাপাশি অনলাইন শপ রকমারি ডট কমেও পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে প্রকাশনা প্রতিষ্ঠানটি।
এদিকে বইটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশত (৩০০) টাকা।
আপনার মন্তব্য