প্রকাশিত: ২০২০-০২-০২ ১৮:২৮:৩৫
আপডেট: ২০২০-০২-০২ ১৮:৩৩:৪৮
নিজস্ব প্রতিবেদক:
সময়ের সাথে সাথে বদলাচ্ছে জীবন। জীবিকার প্রয়োজনে থাকতে হচ্ছে প্রিয় মানুষ থেকে দূরে। দেখা হয় কালেভদ্রে। এমন সম্পর্কগুলোতে প্রেমের চেয়ে বিরহের জয়জয়কার। পুড়ছে যুগল, পুড়ছে সম্পর্ক।
মহান একুশে গ্রন্থমেলায় প্রথম দিন প্রকাশিত হলো দূরবর্তী প্রেমের পটভূমিতে লেখা পত্রকাব্য ‘ডাকবাক্সের খোঁজে’। যেখানে প্রেমিক দূরে থাকা প্রেমিকাকে খুঁজে চলেছে সকালের জলে, শান্ত বিকেলে। লিখে চলেছে প্রেমিকার কাছে চিঠির পর চিঠি।
নান্দনিক প্রচ্ছদ আর নজরকাড়া বাঁধাই, পাঠক ও বোদ্ধাদের মন কেড়েছে তরুণ কথাসাহিত্যিক বিমান ধরের পত্রকাব্য 'ডাকবাক্সের খোঁজে'।
প্রকাশ করেছে নৃ প্রকাশন। পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলায় নৃ প্রকাশনের ৩৮৪ নম্বর স্টলে।
আপনার মন্তব্য