প্রকাশিত: ২০২০-০২-০২ ১৯:৪৩:৫৮
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের একটি ক্ষুদ্র, ক্রমক্ষয়িষ্ণু ও প্রান্তিক নৃগোষ্ঠী হচ্ছে লালেং যারা পাতর, পাত্র, পাথর, খাই, পাথর-খাসিয়া ইত্যাদি নানাবিধ নামে গবেষক ও অধিপতি বাঙালিদের কাছে পরিচিত। সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং সদর উপজেলায় তারা বসবাস করেন। লালেংদের একটি ক্ষুদ্র অংশ ভারতে বসবাস করে যারা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সেখানে অভিবাসী হয়েছে।
লালেংরা নিজেদের গৌড়ের শেষ রাজা গৌড়গোবিন্দের বংশধর বলে দাবি করেন। কিন্তু সে দাবি কতটুকু সত্যঘনিষ্ঠ, ইতিহাস কী বলে-ইত্যাদি অত্যন্ত বস্তুনিষ্ঠ ও নির্মোহভাবে তুলে ধরা হয়েছে ‘লালেং ক্যানভাস’ বইতে। একই সাথে জীবন ও সংস্কৃতির বৈচিত্র্যময় আলোচনা করা হয়েছে বইটিতে। বইটি লিখেছেন মোহাম্মদ আবদুল হাই।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘সিলেট বইমেলা’ শুরু হয়েছে শনিবার। চলবে পক্ষকাল। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৮ পর্যন্ত। বইটির প্রকাশক ‘শ্রীহট্ট প্রকাশ’ এর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
আপনার মন্তব্য