বইমেলার ডায়েরি-৩

 প্রকাশিত: ২০২০-০২-০৫ ০০:১২:১৮

 আপডেট: ২০২০-০২-০৫ ০০:১৮:৫৭

রেজা ঘটক:

অমর একুশে গ্রন্থমেলার আজ (মঙ্গলবার) তৃতীয় দিনে বইমেলায় যাবার পথে চারুকলার সামনে পেয়ে যাই ন্যান্সি আপা আর রিন্টু ভাইকে। ন্যান্সি আপা কইলো, তুই আমার এক্সিবিশন না দেখেই বইমেলায় যাবি? জিগাইলাম- তোমার কীসের এক্সিবিশন? কোথায়? ন্যান্সি আপা কইলো- জয়নুল গ্যালারিতে। জয়নুল গ্যালারিতে ঢুকে দেখি সত্যি সত্যি এলাহি কাণ্ড!

এর আগে আমি জানতাম, ন্যান্সি আপা খুব ভালো ছবি তোলেন। ঢাকা ও কলকাতায় আপু'র বেশ কয়েকটি ফটো এক্সিবিশন হয়েছে। ফটোগ্রাফিতে বেশ কিছু পুরস্কারও রোজিনা পারভীন ন্যান্সি আপা পেয়েছেন। অবসরে শখ করে ইদানিং আপু ছবিও আঁকেন। এবার ঢাকা ওয়াটারকালার একাডেমি আয়োজিত 'জলছবি' শিরোনামে ওয়াটার কালার গ্রুপ এক্সিবিশন হচ্ছে এখন চারুকলার জয়নুল গ্যালারিতে। এক ঝাঁক অপেশাদার অথচ শখ করে ছবি আঁকেন, এমন তেইশ জন চিত্রশিল্পী'র গ্রুপ এক্সিবিশন শুরু হয়েছে গতকাল, চলবে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত। ইচ্ছে করলে আপনিও বইমেলায় যাবার পথে জয়নুল গ্যালারি ঘুরে যেতে পারেন। বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য গ্যালারি উন্মুক্ত।