বইমেলায় রফিকুল নাজিমের ‘সুইসাইড নোট প্রেমপত্র হোক’

 প্রকাশিত: ২০২০-০২-০৫ ১৯:১১:৫৫

 আপডেট: ২০২০-০২-০৫ ২১:৫৯:৪০

হামিদুর রহমান:

অমর একুশে বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে তরুণ কবি রফিকুল নাজিম'র কাব্যগ্রন্থ ‘সুইসাইড নোট প্রেমপত্র হোক’। এটি নাজিমের দ্বিতীয় কাব্যগ্রন্থ। দ্রোহ, প্রেম ও সমসাময়িক ঘটনার প্রবাহ চিত্র ফুটে ওঠেছে এই কাব্যগ্রন্থে।

বইটি মেলায় এনেছে নোলক প্রকাশন। মেলায় প্রকাশনীর ৫৮০ নাম্বার স্টলে বইটি পাওয়া যাচ্ছে। যার মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।  বইটির প্রচ্ছদ করেছেন ওয়ালিউল ইসলাম। অনলাইনে রকমারি ডটকম-এও পাওয়া যাচ্ছে বইটি।

তরুণ কবি রফিকুল নাজিম হবিগঞ্জের মাধবপুর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।   

কবি রফিকুল নাজিম বলেন, ‘সুইসাইড নোট প্রেমপত্র হোক’ আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। মূলত বড়ভাই মো. শহীদুল ইসলামের উৎসাহ ও অনুপ্রেরণায় শৈশবকাল থেকেই সাহিত্যচর্চা শুরু করি। ‘খড়ের মানুষ’ কাব্যগ্রন্থের মাধ্যমে বইয়ের রাজ্যে আমি যাত্রা শুরু করেছিলাম। প্রথম কাব্যগ্রন্থটি পাঠক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়। যার কারণে ‘সুইসাইড নোট প্রেমপত্র হোক’ কাব্যগ্রন্থটি প্রকাশে আরো বেশি যত্নশীল ছিলাম।

আপনার মন্তব্য