প্রকাশিত: ২০২০-০২-০৬ ২৩:৫৬:২৬
জান্নাতুল আদন:
টানা গাইনি এডমিশন দেয়া ক্লান্ত আমি... মনে হচ্ছিল একটা ভালো বই পড়তে না পারলে এবার বুঝি মারাই যাব, ভেতরটা ঠিক চাতকের মত হুহু করে ফেব্রুয়ারি মাস আসলে।
জানতাম "আরজ আলী" সাহেব "ফাঁদ" পেতে বসে আছেন; স্বেচ্ছায় সে ফাঁদে ধরা দিতে গেলাম।
লেখক আমায় হতাশ করবেন না তা আমার জানাই ছিল, কিন্তু তিনি যে আমায় মুগ্ধতায় একদম ভরিয়ে দিলেন! টানা সোয়া একঘণ্টা মন্ত্রমুগ্ধ করে রাখলেন!!
"রূপান্তর" পড়ে স্যারকে বলেছিলাম কাহিনী কম বিজ্ঞান বেশি। কিন্তু এবার? কাহিনী, রহস্য, বিজ্ঞান সবকিছুর একদম পারফেক্ট মিশালী। লেখকের ম্যাচুরিটির সুস্পষ্ট ছাপ যেন!
আমি পড়ছি আর আমার ক্যাম্পাস, গল্পের চরিত্র, কল্পিত আরজ আলী সব চোখের সামনে ভাসছে... আমি দেখতে পাচ্ছি নাজমাকে, দেখতে পাচ্ছি সালমাকে, আবদুল্লাহকে, দেখতে পাচ্ছি সেই ফরেনসিকের লাশ কাটা ঘর, নাকে যেন পাচ্ছি মর্গের সেই গন্ধ... কী রহস্যময়!
আমায় যদি কেউ প্রশ্ন করে ভাল বই কী? আমি বলব,"যে নিজে তোমাকে টেনে সামনে নিয়ে যাবে, তুমি ঘোর লাগা মানুষের মত এক নিঃশ্বাসে বই শেষ করে বলবে," কেন শেষ হল এত তাড়াতাড়ি?"
আসলেই কেন কেবল একটা বইই লিখেন প্রতিবছর?
আপনার মন্তব্য