বুনন’র সপ্তম সংখ্যার পাঠ উন্মোচন

 প্রকাশিত: ২০২০-০২-০৮ ২৩:৩৮:৪৮

সিলেটটুডে ডেস্ক:

সাহিত্যের ছোট কাগজ বুনন’র সপ্তম সংখ্যার পাঠ-উন্মোচন অনুষ্ঠান শনিবার (৮ ফেব্রুয়ারি) সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

পাঠ-উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুনন’র সম্পাদক খালেদ উদ-দীন, সহ-সম্পাদক শামসুল কিবরিয়া এবং আল-আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, কথাসাহিত্যিক ওয়াহিদ সারো, কবি মালেকুল হক, কবি সালমান ফরিদ, কবি সুমন বনিক, ছড়াকার রানা কুমার সিনহা, লেখক অনন্ত নিগার, আলমগীর হোসেন, মিজান মাহমুদ প্রমুখ।

বুনন’র সপ্তম সংখ্যায় 'বাংলা কবিতা: এই সময়' পর্বে আছে বাংলাভাষী বিশ্বের ১১০ জন প্রবীণ ও নবীন কবির গুচ্ছকবিতা এবং নিয়মিত পর্বে ৯টি প্রবন্ধ, ১২টি গল্প, ১টি অনুবাদ গল্প ও ১টি ভ্রমণআখ্যান।

বুনন সপ্তম সংখ্যাসহ সবগুলো সংখ্যা বাংলা একাডেমির একুশে বইমেলার লিটলম্যাগ চত্বরে বুনন’র ১০৩ নম্বর স্টলে এবং সিলেটের বইমেলা স্টলে পাওয়া যাবে।

আপনার মন্তব্য