নীল হুরেজাহানের ‘হারিয়ে যাবার শুরু’

 প্রকাশিত: ২০২০-০২-০৯ ০২:০৮:৪৯

 আপডেট: ২০২০-০২-০৯ ০২:৫১:১৮

সিলেটটুডে ডেস্ক:

মডেল ও উপস্থাপক নীল হুরেজাহানের প্রথম কবিতার বই প্রকাশিত হবে এবারের বই মেলায়। ‘হারিয়ে যাবার শুরু’ শিরোনামের বইটিতে রয়েছে প্রায় ৩২টি কবিতা। প্রেম, বিরহ এবং বিভিন্ন নষ্টালজিক বিষয় নিয়ে একটু ভিন্ন আঙ্গিকেই বইটি লিখেছেন নীল। যেখানে রয়েছে কবিতার গভীরতার মিশেলে বিভিন্ন ছবিও। বইটি প্রকাশ করছে চৈতন্য প্রকাশনী। স্টল নং ২৫০-২৫১ তে পাওয়া যাবে এই বইটি।

রোববার (৯ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার চৈতন্য প্রকাশনীতে সন্ধ্যায় বইটির মোড়ক উন্মোচন করা হবে। সেখানে উপস্থিত থাকবেন শোবিজ অঙ্গনের অনেকেই, এমনটাই জানান লেখিকা নীল।

প্রথমবারের মত নিজের বই প্রকাশ নিয়ে নীল হুরেরজাহান বলেন, ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস আমার। তখন থেকেই একটু একটু করে লিখতাম আর ডায়েরিতে সংগ্রহ করে রাখতাম। এখন আর ঘটা করে কাগজ-কলম নিয়ে লেখার সময় হয় না। তাই মোবাইলের নোটবুকে লিখি। পড়ে সেগুলো ডায়েরিতে সংরক্ষণ করে রাখি।

মডেল ও উপস্থাপনার বাইরে নীল নাটকেও কাজ করেছেন।

আপনার মন্তব্য