
প্রকাশিত: ২০২০-০২-১৮ ০৮:৪৮:৪০
নিজস্ব প্রতিবেদক:
অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ বর্ষাদুপুর থেকে প্রকাশিত হয়েছে রাজনৈতিক বিশ্লেষক সাব্বির খানের নতুন বই ‘রাজনীতির গ্যাড়াকলে ধর্ম’।
বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের বর্ষাদুপুর প্রকাশনীর (২৩৬, ২৩৭ ও ২৩৮ নম্বর) স্টলে।
বইটি সম্পর্কে তিনি বলেন, “এর বিষয় মূলত ধর্মভিত্তিক রাজনীতির কুফল বর্ণনা। ধর্মভিত্তিক রাজনীতি মূল ধর্মের সৌন্দর্যকেই শুধু নষ্টই করে না, সেই সাথে কলুষিত করে সমাজ, দেশ সহ গোটা জাতিকে। আদর্শিক রাজনীতির প্রচণ্ড অভাবের সুড়ং পথ ধরে বাংলাদেশে অসুস্থ ধর্মভিত্তিক রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে বারবার এবং তা প্রায় দুই যুগের অধিক কাল ধরে এদেশেরই বিভিন্ন শাসকগোষ্ঠীর হাত ধরে।”
সাব্বির খান স্বৈরশাসনবিরোধী আন্দোলনে সক্রিয়তার কারণে এরশাদ সরকারের রোষানলে পড়ে ১৯৮৯ সালে দেশত্যাগ করেন। বর্তমানে তিনি সুইডেন প্রবাসী।
এর আগে ২০১৭ সালে তার রাজনৈতিক বিশ্লেষণাত্মক কলাম সংকলন ‘পোড়া মৃতদেহের রাজনীতি ও সময়ের গল্প’ অনিন্দ্য থেকে এবং ২০১৯ সালের বইমেলায় বর্ষাদুপুর থেকে প্রকাশিত হয় তাঁর আরও দুটি বই—‘ইউরোপের চিঠি’ ও ‘মানচিত্র যখন দাবার ঘর’।
আপনার মন্তব্য