বইমেলায় ফাহমিদা ইয়াসমিনের ৩ বই

 প্রকাশিত: ২০২০-০২-২৫ ১৭:৫৯:১৪

সিলেটটুডে ডেস্ক:

অমর একুশে গ্রন্থমেলা ফাহমিদা ইয়াসমিনের ৩টি নতুন বই প্রকাশিত হয়েছে। মেলায় প্রকাশিত নতুন বইগুলো হলো- কাব্যন্থ ‘অস্তিত্বের বিষণ্ণ দেয়াল’, কাব্য ‘কথার সুতোয় সেলাই করি আগামীর স্বপ্ন’ ও শিশুতোষ গল্পগ্রন্থ ‘ফারহানের মুক্তিযুদ্ধ’।

এর মধ্যে কাব্য‘অস্তিত্বের বিষণ্ণ দেয়াল’ প্রকাশ করেছেন লিখন প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন আইয়ুব আল আমিন। বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণের রুপন্তি (স্টল নং-১১৭) ও সোহরাওয়ার্দী উদ্যানের আনন্দম (স্টল নং ৬৯৭) প্রকাশনীর স্টলে।

‘কথার সুতোয় সেলাই করি আগামীর স্বপ্ন’ গ্রন্থটি প্রকাশ করেছে ‘প্রাকৃত প্রকাশ’। প্রচ্ছদ এঁকেছেন শ ই মামুন। বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির সাহিত্যদেশ (স্টল নং ২৩৪-২৩৫) স্টলে।

লেখকের নবম শিশুতোষ গল্পগ্রন্থ ‘ফারহানের মুক্তিযুদ্ধ’ বইটি প্রকাশ করেছে চমন প্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন আলমগীর জুয়েল। বইটি পাওয়া যাচ্ছে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের চমন প্রকাশের (নং ৭১৯) স্টলে।

এছাড়াও ইতোমধ্যে বেশ ক’টি বই প্রকাশিত হয়েছে ফাহমিদা ইয়সামিনের। সেগুলো হলো: ‘স্বপ্নচারী মন’ (কাব্যগ্রন্থ) ‘নীলিমার প্রেম ‘ (কাব্যগ্রন্থ), ‘শংকাসময়ের নিষিদ্ধ ধ্বনি’ (কাব্যগ্রন্থ), ডায়েরির শেষ পাতা’ (উপন্যাস), ‘ফুল ফুটে পাখি উড়ে’ (শিশুতোষ ছড়ার বই) ‘বিদ্রোহী বিক্ষোভ’ ( কাব্যগ্রন্থ)।

গ্রন্থমেলায় ছাড়াও বইগুলো সিলেটে জসিম বুক হাউজ ও মৌলভীবাজারের ইলিয়াছ শপিং সেন্টারে সারা বছর পাওয়া যাবে। কুরিয়ারে পেতে যোগাযোগ করতে হবে (০১৭১২৬৮৩২০৩) এই নাম্বারে।

কবি ফাহমিদা ইয়াসমিনের জন্ম মৌলভীবাজারের বড়কাপন গ্রামে। বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন এই কবি।

আপনার মন্তব্য