প্রকাশিত: ২০২০-০২-২৭ ১৭:০৪:২০
নিজস্ব প্রতিবেদক:
সমাজকর্মী ও রক্তযোদ্ধা সাইদুর রহমানের কবিতার বই 'ভাবনানামা' এসেছে একুশে বইমেলায়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে অমর একুশে গ্রন্থমেলায় এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বইটি পাওয়া যাচ্ছে সাহিত্যদেশ এ। ভাবনানামা'র প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।
সাহিত্যদেশ প্রকাশনার স্টল নং ২৩৪-২৩৫।
বইটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা। ২৫ শতাংশ ছাড়ে বইটি বিক্রি করছে সাহিত্যদেশ।
আপনার মন্তব্য