শহীদ নূর হোসেন

 প্রকাশিত: ২০২০-১১-১০ ১০:৪৯:১৬

সুকান্ত পার্থিব:

সেদিন মিছিলের স্লোগানে অগ্নিস্ফুলিঙ্গ
অনর্গল বেরিয়ে আসে রাজপথে
শাসকের রক্তচক্ষুর বিস্ফোরণ ঘটে
স্বৈরাচারী ভূমিকায় প্রতিবাদীর দৃপ্ত প্রত্যয় রুদ্ধ করতে
খাকিপোশাক উদ্ধত হয় অগ্নিকুণ্ড নেভাতে

তরুণ যোদ্ধার বুক লক্ষ্যভেদী তাক করে
বেওয়ারিশ বুলেট ঝাঁকে ঝাঁকে ছুড়ে মারে
গণতান্ত্রিক বর্ণমালার বুক লেপটে যায়
অবিরল রক্তের অক্ষরে, ঝলসে যায় পিঠ-পাজর
সীসার উত্তাপে। বিক্ষত দেহ লুটে পড়ে
বিশালত্বের বুক নিয়ে সারা বাংলার হৃদয় জুড়ে
সাহসী সূর্য ঢাকা পড়ে মেঘের কোলে
চড়ুই-শালিকের কলতান চাপা পড়ে কংক্রিটের দেয়ালে

কেটে গেছে তিন দশক! এখনো সেদিনের সেই
বর্ণমালার স্লোগান অধরা রয়ে গেল শাসন ব্যবস্থায়
শহীদ নূর হোসেনের আত্মত্যাগ নীরবে-নিভৃতে ঘুরে বেড়ায়
কোটি হৃদয়ের অনুভবে, সারি সারি পায়রায়

মুক্তাকাশে এখনো ডুকরে ডুকরে কাঁদে-
'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।’

আপনার মন্তব্য