মাসুদ পারভেজের কবিতা ‘অশরীরী মানব’

 প্রকাশিত: ২০২২-০৯-২৮ ১৯:২৮:৫১

মাসুদ পারভেজ:

অশরীরী মানব
আমি যদি আর না ফিরি তোমাদের কোলাহলে
যদি আর পেছন ফিরে না তাকাই তোমাদের দিকে
আমি যদি সাঙ্গ করে যাই যত আয়োজন...

কোন এক বসন্ত, পাতাঝরা উৎসবে
হাওয়া যদি বয়ে যায় স্রোতের তালে-তালে
যদি সমস্ত মেহফিল, যদি আর কেউই না থাকে...

যদি সবকটা জানালায় বসে থাকে বসন্তের কৌকিল
তারা যদি গান না গাওয়ার মৌন লড়াইয়ে মাতে
তখন আমাকে ডেকো...

যাবতীয় সৃষ্টির মহোৎসবে আমি যদি বেথোভেনের রাগ না হই
তাহলে আমার জন্য ধরে রেখো একমুঠো উদাসী বিকেল
সাঁঝের মায়ায় আমি ডুবে যাবো রাতের অন্ধকার হয়ে

ভোরের আলোয় আমায় দেখতে পাবে না ঠিক
ভোরের আলোয় আমি তোমাদের বুকে গান গেয়ে যাবো অবিরাম

আপনার মন্তব্য