প্রকাশিত: ২০২৩-০১-১৮ ০৪:১৪:১৫
মাসুদ পারভেজ:
জানার প্রবল আকাঙ্ক্ষায় তিনি সর্বদা প্রশ্ন করতেন মনে মনে
আরববাসী যখন ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে যাচ্ছিলো
মহম্মদ তখন বিশ্বাসে খাঁটি হচ্ছিলো
এক সুগভীর ভাবনায় প্রতিটা মুহূর্ত উৎকণ্ঠায়
হঠাৎ এক দৈবঘটনা ঘটে গেলো;
মহম্মদ, পড়ো তোমার প্রভুর নামে
তিনি ঘুরেফিরে ঘুরছেন এ-প্রান্ত ও-প্রান্ত
মানুষ তাঁকে প্রশ্নের বানে রীতিমতো বিস্ময় নিয়ে
তিনি ঘুরেফিরে অটল ও দণ্ডায়মান;
একদিন ফিরে যেতে হবে, মুখোমুখি বসবার খেরোখাতা
বিশ্বাসে ধুলো জমে গেলো এক নিঃশ্বাসে
লোকালয়ের মধ্যবর্তী স্থান থেকে পর্বতের উঁচুতে
লোকজন এলো সুগভীর ভাবনার ঋদ্ধতা নিয়ে;
আমাকে বিশ্বাস করো তো তোমরা-
আমি তোমাদের ডাকছি এক পরমেশ্বরের পথে
তারপর কণ্টকাকীর্ণ পথ, হাজারো পাথুরে আড়চোখ
অত্যাচার আর রুদ্ধতায় নিমজ্জিত সারা আরব-জাহান
অতঃপর হিজরত আর মদীনাবাসীর আনন্দ;
এসো হে মহম্মদ, এসো আমাদের কাছে এসো
এসো এই পথ, উর্বরতা আর শুদ্ধস্বর হয়ে
দো-জাহানে আমাদের পাথেয় হয়ে
মহম্মদের চোখে বিসর্জনের নোনাজল
পেছনে ফেলে আসা হে জন্মভূমি;
তোমাদের কাছে আবারও ফিরবো আমি
তারপর আরও সংগ্রাম, সন্ধি এবং যুদ্ধের রণভেরী
বেজে ওঠে হাজারো বীণা, মানুষের জন্য প্রস্তুত হচ্ছে
মহম্মদের মহীরুহতায় মিশে যাচ্ছে মানুষ;
কাবামুখী কাফেলা মক্কায় সয়লাব
আজ সবাই মুক্ত।
আপনার মন্তব্য