
প্রকাশিত: ২০২৩-০৪-১৪ ০২:৪৭:০৪
মাসুদ পারভেজ রূপাই :
ঝরে পড়া পাতাদেরও একটা সময় সবুজ জীবন থাকে। হাসি-গানে তাদেরও প্রাণবন্ত সময় ছিলো। ঋতুর আবর্তে তা ফুরিয়ে আসলেও সময়ের চোরাবালিতে তাদের রেশ রয়ে যায় অহর্নিশি।
১
ধূসর আকাশে চাতকের মত উড়ে উড়ে বৃষ্টি নামিয়ে
আমার বুকে মরণ নেমে আসুক অচিরেই
এ লড়াই শেষ হলে, তোমার গোলাপি সৌরভে
আমি হেঁটে যাবো নগ্নজলের হাত ছুঁয়ে
২
ফেরার পথ রুদ্ধ হয়ে যায়, রুদ্ধ হয়ে যাই আমি
অযথায় যে পথ চলেছি এতদূর
পেছনে ফিরলে মুগ্ধ হয়ে যাই আমি
৩
সফেদ ভাবনায় ডুবে গেলে কী থাকে আর!
গোলাপের রহস্য জেনে গেছি বলে ভেবো না
ভেবো না, দুর্ভাবনায় জীবন আমার
৪
পুরানো গল্পের মতোন তুমি ব্যাগ গুছিয়ে
আমার মিষ্টি মেয়ে, গলা ভিজিয়েছ তেতোমদে
৫
তোমাতে বিশ্বাস করে গোপন কুঠুরি খুলে দিই
বিষাদের নিবিড় আবেদন যেথায় মাথা ঠুকে মরে
তবুও এ ক্ষণ, যৌবনের সদাই-পাতি;
সন্দেহ আর যাতনার দোলাচল থেমে যাবে সহসা
৬
তব কি ছেড়ে চলে গেছে সুদূরে
কৌণিকতা এড়িয়ে যাচ্ছে চলে তেপান্তরে
ঘননীল হারিয়ে গেছে শাদামেঘরেণুর লেলিহান শিখায়
আমি একরাশ মুগ্ধতা, নীরবতার পানসে ভেলায়
আজন্মসাধের প্রেমিক, ডুবে ডুবে যাই অতলান্তে
৭
নিয়ত ছুটে যাই ভেতর-বাইরে
নিজেকে ছাড়িয়ে অসীমে
উজ্জ্বল আলোর উৎস খুঁজে
আমার অফুরান পথচলা মর্মমূলের শেকড় বেয়ে
আপনার মন্তব্য