জাহাঙ্গীর জয়েসের কবিতা

 প্রকাশিত: ২০২২-০৭-১২ ১৬:৩৭:৩৬

জাহাঙ্গীর জয়েস:

স্তাবক
জ্বলতে জ্বলতে যেদিন পুড়ে যাবে রাজপ্রাসাদ সেদিন সবগুলো সশস্ত্র রোবট বধির হয়ে যাবে, ডানাযুক্ত গুপ্তচররা চলে যাবে অন্য আকাশে।


সাঁকো
দুর্যোগে ভেঙে পড়বে সাঁকো
যদি সতর্ক না থেকে রুখো।


ঔদ্ধত্য
এই যে
অগাধ
অহংকার
ভেঙে হবে
চুরমার;
কাজে
আসবে না
সেদিন
কোনো ঔদ্ধত্যই
তোমার।


মাইন্ডসেট
পাগুলো পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। মাথাটাও পড়ে আছে বিচ্ছিন্ন। জিহ্বা ঝুলে গেছে একদিকে। খণ্ড বিখণ্ড শরীর পলিথিনে পলিথিনে প্যাকেট হচ্ছে মাংসের দলা। কোনো ব্যথা নেই, বিষাদ নেই! রক্তের স্রোতজুড়ে ল্যাপ্টে আছে মাইন্ডসেট।

আপনার মন্তব্য