তোমার কাছে যাই

 প্রকাশিত: ২০২২-০৬-০১ ১৩:১৭:২৩

মাসুদ পারভেজ:

আমি ক্ষোভে সুখে আর দুঃখে তোমার কাছে যাই
যেন তুমি আবে হায়াত আমার প্রাণ ধরে মারছো টান
আমি বড়ো ভাগ্যবান তোমার টানেই ফিরে ফিরে যাই
আমায় আয়ুস্কাল বেড়ে চলছেই... বেড়ে চলছেই...
কচ্ছপের একটা জীবন আমি তোমার কাছে চাইছি;
আমাকে দুক্ষোভে, বুকের পাঁজরে ক্ষত করে বাঁচিয়ে রাখো।

আমি নিদারুণ কষ্টে নিয়তিকে হাতে নিয়ে
যাপিত জীবনকে মুঠোয় নিয়ে তোমা পানে চেয়ে আছি
আহা! অনিমেষ, তোমাকে করেছি নিশানা
বিরান মরুভূমির মতো আমার পিপাসার্ত বুক
আমি বুভুক্ষু, জমিনে রাখিনি নিশানা

আমি আমাকে অভয় দিতে পারিনি
তোমার জন্য চেয়ে থাকা পথে এঁকে যাই ঠিকানা
চাতকপাখির মতো আমার অপেক্ষা
ফুরোয় না ফুরোয় না হৃদয়মাখা নাটাইখানা

তবুও আমি, আমি আশ্রয় খুঁজে নিই তোমার উষ্ণতায়
তোমার শরীরের ঘ্রাণ আমি অনায়াসে চুরমার করি নিজের মধ্যে
উথালপাতাল ঢেউয়ে হাবুডুবু খাই কৃষ্ণসাগরের ঢেরায়
ক্লান্ত-শ্রান্ত আমি কূলে ফিরি তোমার ফেলে যাওয়া পথে
বেপথু আমি তবুও হারিয়ে ফেলি তোমায়।

তবুও আমি সবকিছু ভুলে, দুক্ষোভে তোমার কাছে যাই
তোমার আশ্চর্য প্রদীপে আমি বাঁধি ঘর;
বালুকায় কতই না ঘর, কত আশা-নিরাশার সমাধি
তবুও শুধু আমার ঘর ভাঙ্গে তোমার এক ইশারায়!

আপনার মন্তব্য