প্রকাশিত: ২০২৩-০২-২৬ ১৩:২৮:৪৮
আপডেট: ২০২৩-০৪-১৪ ০২:৪৮:৫১
মাসুদ পারভেজ রূপাই:
ঝরাপাতার গান-২
ঝরে পড়া পাতাদেরও একটা সময় সবুজ জীবন থাকে। হাসি-গানে তাদেরও প্রাণবন্ত সময় ছিলো। ঋতুর আবর্তে তা ফুরিয়ে আসলেও সময়ের চোরাবালিতে তাদের রেশ রয়ে যায় অহর্নিশি।
১
তোমার কথা মনে পড়লে আগুন আগুনে পুড়ে যায়
স্মৃতি অমলিন, বিস্বাদ ঠেকে চুমু সব
তিরতির করে কাঁপছে রোদ্দুর;
ছায়ারা সব নির্বিকার।
২
মেয়াদোত্তীর্ণ ভালোবাসা খাবেন না,
এতে মনগণ্ড রোগ হয়।
৩
অবহেলা আমাকে নিয়ে গেছে তোমার আরও কাছে
দুধের স্বরের মতোন মুখে লেগে থাকা অমৃত
আমি আকণ্ঠ ডুবতে পারি
তোমার বিধ্বস্ত শরীরে:
আমার কথা ভাবো, নূহ নবীর প্লাবন তো থেমে গেছে।
৪
আমি বরঙ জন্মকে সযতনে এড়াতে চেয়েছি!
তাই, সৃষ্টির আনন্দ ভুলে থাকি;
মৃত্যুর মতো ঋজু হতে পারিনি বলে!
৫
বিরহী চুম্বনগুলো হাওয়ায় ভাসছে
অথচ তুমি রক্তজবার সতীন হয়ে আছ।
৬
আমি রুপালি রেকাবে রাখা অগোছালো পান-
আমায় তুমি চিবিয়ে খাও;
প্রয়োজনে জর্দা মেশাও।
৭
রাতের নিঃস্তব্ধতা আমি পেরিয়ে এসেছি
তুমি এবার আমার দিকে মুখ ফেরাও।
বুকের ভেতর সকাল নিয়ে বসে আছি হে;
অনন্তের দোর উন্মোচিত হয়ে গেছে প্রিয়।
আপনার মন্তব্য