ঝরাপাতার গান—৫

 প্রকাশিত: ২০২৩-০৪-০২ ১৫:৪০:০৩

 আপডেট: ২০২৩-০৪-১৪ ০২:৪৭:৩৮

মাসুদ পারভেজ রূপাই:

ঝরে পড়া পাতাদেরও একটা সময় সবুজ জীবন থাকে। হাসি-গানে তাদেরও প্রাণবন্ত সময় ছিলো। ঋতুর আবর্তে তা ফুরিয়ে আসলেও সময়ের চোরাবালিতে তাদের রেশ রয়ে যায় অহর্নিশি।


জেগে থাকা আঙুল জানে হাতের গল্প
পাখি যেমন জানে নীল আকাশের দুঃখ!


আমি ঘুমকাতুরে চোখে জোড়া শালিকের সুর
তোমায় দেখি খাঁ-খাঁ রোদ্দুরে, আটকে থাকা সমুদ্দুর।


ইথারে কান পেতে শোনা মৃত্যুবারতায়
সোমরসের আবাহন ভেসে ভেসে আসে...


বিস্মৃতির জঠরে খনন
পুরাণের মতোন শক্তিশালী হয়ে
ডুবে রই ফসিলে।


খুঁজে না পেলে বুঝে নিও তুমি
চুকেবুকে গ্যাছে যাবতীয় বিষয়াদি।
সন্ধ্যাতারায় রটিয়ে দিয়ো, তারাদের মিছিল যেন;
বুকপেতে আগলে রাখা আমাদের সলিলসমাধি।


তীরবিদ্ধ হরিণী চোখ,
তুমি আমাদের বনের গল্প বলো।


এক বিষণ্ণ বোধের করাল গ্রাসে
আমাদের শহর যখন নিহত হয়েছিল—
তখন আমরা মাতলামো করছিলাম।

আপনার মন্তব্য