প্রকাশিত: ২০২৩-০৪-০২ ১৫:৪০:০৩
আপডেট: ২০২৩-০৪-১৪ ০২:৪৭:৩৮
মাসুদ পারভেজ রূপাই:
ঝরে পড়া পাতাদেরও একটা সময় সবুজ জীবন থাকে। হাসি-গানে তাদেরও প্রাণবন্ত সময় ছিলো। ঋতুর আবর্তে তা ফুরিয়ে আসলেও সময়ের চোরাবালিতে তাদের রেশ রয়ে যায় অহর্নিশি।
১
জেগে থাকা আঙুল জানে হাতের গল্প
পাখি যেমন জানে নীল আকাশের দুঃখ!
২
আমি ঘুমকাতুরে চোখে জোড়া শালিকের সুর
তোমায় দেখি খাঁ-খাঁ রোদ্দুরে, আটকে থাকা সমুদ্দুর।
৩
ইথারে কান পেতে শোনা মৃত্যুবারতায়
সোমরসের আবাহন ভেসে ভেসে আসে...
৪
বিস্মৃতির জঠরে খনন
পুরাণের মতোন শক্তিশালী হয়ে
ডুবে রই ফসিলে।
৫
খুঁজে না পেলে বুঝে নিও তুমি
চুকেবুকে গ্যাছে যাবতীয় বিষয়াদি।
সন্ধ্যাতারায় রটিয়ে দিয়ো, তারাদের মিছিল যেন;
বুকপেতে আগলে রাখা আমাদের সলিলসমাধি।
৬
তীরবিদ্ধ হরিণী চোখ,
তুমি আমাদের বনের গল্প বলো।
৭
এক বিষণ্ণ বোধের করাল গ্রাসে
আমাদের শহর যখন নিহত হয়েছিল—
তখন আমরা মাতলামো করছিলাম।
আপনার মন্তব্য