ঝরাপাতার গান-৩

 প্রকাশিত: ২০২৩-০৩-০২ ১০:৫০:৪৮

 আপডেট: ২০২৩-০৪-১৪ ০২:৪৮:১১

মাসুদ পারভেজ রূপাই:

ঝরাপাতার গান-৩
ঝরে পড়া পাতাদেরও একটা সময় সবুজ জীবন থাকে। হাসি-গানে তাদেরও প্রাণবন্ত সময় ছিলো। ঋতুর আবর্তে তা ফুরিয়ে আসলেও সময়ের চোরাবালিতে তাদের রেশ রয়ে যায় অহর্নিশি।


রাতের নিস্তব্ধতা আমি পেরিয়ে এসেছি
তুমি এবার আমার দিকে মুখ ফেরাও,
আমি সকাল নিয়ে বসে আছি হে;
অনন্তের দ্বার উন্মোচিত হয়ে গ্যাছে।


বিশ্বাস খসে পড়ে পলেস্তারার মতোন
জোনাকি রাতে ভেসে যায় আদিমতম তাড়না,
হঠাৎ ভোর এসে অপ্রস্তুত করে দেয়—
কানে-মুখে বলে যায় ভালোবাসার কথা।


আমি নিঃসন্দেহে এক দুঃখী মানব
সভ্যতার বুকচিরে রেখে যাই বিদীর্ণ চিহ্ন
আমার অশেষ নিমিষেই শ্যাষ হয়ে আসে;
কোল ঘেঁষে ছুঁয়ে রই, আমি ভীষণ রকমের দুঃখ।


আমাদের জবানে খই ফুটে মমতাজ
শাহজাহানের সমস্যায় আমাদের কোন হাত নেই
তাজমহলের চোখ ধাঁধানো গ্রানাইট পাথর;
আরও আরও সঙ্গমে দিশেহারা, আমরা একেকটা শাহজাহান।


বেঁচে আছি মৃত্যুকে অবলোকন করবো বলে
আরও অধিক প্রাণের সংহার;
আমাদের ঘুম ঝেঁকে আসে সাইরেনের মধুর আওয়াজে।


ঘোর লেগে রয় তবুও
এইসব দিন যাপন হয়ে গ্যালে
বাসিফুলের মতোন,
বাসিফুলের মতোন স্ফীত হাসি
আমার হন্য হয়ে যাওয়া আলগোছে জীবন;
নষ্ট হয়ে দিক হারাবে তাঁর অমোচনীয় কাজলে।


ঘুমন্ত তিতির পাখির মত
তুমি বড় হয়েছ গুটিসুটি হয়ে আপেলের বিচির মত।
বাইরে এসো, দ্যাখো মেঘের আকাশে:
ডুবছে চাঁদ দুধের নহরে।

আপনার মন্তব্য