প্রকাশিত: ২০২৩-০২-১৭ ০২:২২:১৫
সেলিম আহমদ কাওছার :
একুশ মোদের গর্বে ভরা
আত্মত্যাগে ঠাসা
একুশ মোদের মায়ের ভাষা
বুকভরা সেই আশা।
একুশ মোদের ভাইয়ের দেয়া
আত্মত্যাগের ঋণ
যেই একুশে কানে বাজে
করুণ শোকের বীণ।
একুশ মোদের মায়ের মুখের
ঘুমপাড়ানি ছড়া
একুশ মোদের ছোট্টবেলার
বিদ্যালয়ের পড়া।
একুশ মোদের গর্ব বোধের
বীর বাঙালির সুর
একুশ মোদের যুদ্ধে জেতার
আগমনী এক ভোর।
আপনার মন্তব্য