কোনো এক খুনিকে

 প্রকাশিত: ২০১৬-০৪-২৭ ১৫:১১:৫৪

কবির য়াহমদ:

খুনি,
তোমার উদ্ধত চাপাতিতে রক্তের বদলে গোলাপ দিতে চাই
নেবে?

গোলাপে অনাসক্ত হলে রজনীগন্ধা নাও, অথবা নিতে পারো বাগানবিলাস
অথবা যদি চাও লিখে দিতে পারি বুনোফুল সব
লিখে দিতে পারি সুরমার তীর, আলী আমজদের ঘড়ি, চাঁদনীঘাটের সিঁড়ি
ওসব আমার নামে নয় যদিও, তবু দিতে পারি
কেন পারি প্রত্যুত্তরে বলি ওসব দেশের;
যদি বাঙালি ভাবো তবে নাও, যদি না ভাবো; ভেবেই তবে নাও

আমাকে আমি সমর্পণ করেছি লাল-সবুজে, তাই আমি দেশ; দেশই আমি
তাই দেশের হয়ে দেশ আর নিজেকে দিতে পারি দেশমুগ্ধতায়।
নিজেকে বদলে দেখো সবুজের বুকে তুমিও এক, আমার মত
দেখো, লাল-সবুজ পতপত করে ওড়ে, কাছে টানো
সমর্পণ করে গায়ে মাখো দেশের কাদামাটিঘ্রাণ,
ওখানে তোমার বোবা শৈশব, উদ্দাম কৈশোর আর পরিণত যৌবন শেষে বিলীন হয়ে যাওয়া।

খুনি,
বুকে দিয়ে হাত, দেখো আজই
যে শ্বাস নিচ্ছো তুমি প্রাণভরে তার বুকে লেখা বাংলা
যে পথ মাড়িয়ে যাচ্ছো তুমি তার জমিনে লেখা বাংলা
তবে কেন তুমি অন্য কারও, তবে কেন নও আমাদের
কেন এখানে বসে চিন্তায় তুমি হাজার মাইল দূরের কেউ
কেন তবে পিছিয়ে তুমি চুয়াল্লিশ কিংবা হাজার চুয়াল্লিশ?

খুনি,
দেখো, লাল-সবুজে শোণিত তোমার, কিংবা পূর্বপুরুষ
ওড়ে আসা চিল ধরেছো কখনও, ধরো নি; তবে কেন পথিক তুমি
ভেসে আসা বাণী নয়, দেখো এখানে-ওখানে শুয়ে আছে লক্ষ তিরিশ
গায়ে মেখে ফিরে এসো, এখানে আছে পাললিক ঘ্রাণ; মিথকল্পের বাহাত্তর নয়।

খুনি,
তোমার প্রতি নিঃশ্বাস যেখানে বাংলা সেখানে কেন এ অস্বীকার
জন্মসনদ ছুঁয়ে দেখো বাংলাই আশ্রয়; বাঁচিবার, মরিবার!

আপনার মন্তব্য