নুর হোসেন

 প্রকাশিত: ২০১৬-১১-১০ ০৪:২৯:৫৬

কবির য়াহমদ:

নুর হোসেন
শ্বাপদের অট্টহাসিতে বিদীর্ণ আকাশ
বাতাস সীমানায় অসুরের বাস
এ তবে আকাশ-বাতাস নয়; ক্লেদাক্ত জনপদ
অহর্নিশ ব্যথায় হাঁসফাঁস করে ফের বাংলাদেশের হৃদয়।

নুর হোসেন, বুকে তাক করা যার উদ্ধত স্টেনগান
পিঠে লেপটে থাকে বারুদ নীল
তাঁর কাল ব্যথাতুর এক, স্বপ্নে জাগে সবুজ প্রান্তর,
সে এক উদ্দাম শিখা, বাতাস হতে চায় বৈরি বাতাসে
পথিক দেখে নামেনি পথে, নিজেই হয়ে যায় ব্যস্ত পথিক।

নুর হোসেন, রক্তে তোমার মাটি ভিজে যায়
সমুদ্রে ওঠে জলোচ্ছ্বাস এক
মাথা উঁচিয়ে গণতন্ত্রের রথে ফিরেছে বাংলাদেশ
আদৌ, তবু-
প্রাণপাত সবিশেষ!

কত পাখি গায় তোমার নামে, কত কবি লিখে তোমার নামে
কতজন কেবলই আড়াল করে সব কিছু কেনে নিজস্ব দামে
তবু শাশ্বত সত্য চিরজাগরুক অবিনাশী আজ-
যে কবি কবিতার অক্ষরে লিখেনি নুর হোসেনের নাম
সে যেন আর কবিতা না লিখে,
যে নাগরিক চেতনায় না লিখে নুর হোসেনের নাম
সে যেন না নেয় হাতে জাতীয় পরিচয়পত্র।

আপনার মন্তব্য