প্রকাশিত: ২০১৬-০৬-২৩ ২৩:১০:৩৭
আপডেট: ২০১৬-০৬-২৩ ২৩:১৫:১২
সঞ্জয় আচার্য:
বৈশাখেতে দমকা হাওয়া, মধ্যে গেছি পুড়ে,
আষাঢ়েতে খুব ঝমাঝম হার্টবিটটা বাড়ে।
দীপ্ত হয়ে ফুরিয়ে গেছে ভুলের রংমশাল,
যে মন যেমন, সে মন তেমন-সমুদ্র বিশাল।
অবিশ্বাসে ভরছে তোমার দেহের সরাইখানা,
বাস্তবটা ভিন্ন, যতই সাজাও কল্পনা।
এক পা ফেল, দুই পা ফেল, মাড়াও চৌকাঠ,
খুবলে খাবে মনের কেঁচো, শরীরী ঝঞ্ঝাট।
বন্য হয়ে খুঁজতে গেছ শুধু নিজের সুখ,
সজল কেন শূন্যে তোমার আকাশ চাওয়া চোখ?
বিকিয়ে গেছ সবুজ ঘাসে-ভালবাসার পণ্য,
ফ্লাডলাইটের আলোয় আমি, নিঝুম দিনে ধন্য।
আষাঢ় মেঘে যাচ্ছে ভেসে তোমার উড়ো চিঠি,
মেঘলা দিনে তোমার খোঁপায় দিলাম দুই দোপাটি।
অঝোর শ্রাবণ আসছে ধেয়ে দেহ-মন ও প্রাণে,
রিমঝিমঝিম হয়েই এস প্রেমের অনুধ্যানে।
আপনার মন্তব্য