![বসন্তের কবিতা](https://www.sylhettoday24.news/images/news/thumb/53196.jpeg)
প্রকাশিত: ২০১৬-০৯-২৯ ০০:২৫:৩৩
আপডেট: ২০১৬-০৯-২৯ ০০:২৮:২০
সঞ্জয় আচার্য:
আগমনী-৯
যা পাওয়া হয় তাই ভালো তাই ঘুম-দুপুরের প্রাপ্তি
কিছু ফারাক মনেই থাকুক টেনে হোক সমাপ্তি।
চোখ মেললেই কাশ-নীল-সাদা পাল তোলে কুশিয়ারা
বিলাসী প্রেমের আষ্টেপৃষ্ঠে বাউলের একতারা।
ঘন প্রবাহের সুড়ঙ্গ ধরে অচেতন জটা ঋষি
বাতাসের জালে বুনিয়াদী প্রেম যথেচ্ছা রাশি রাশি।
বার্নার্ড শো পেয়ে হারিয়েছি খুকি ছিল কৃত্রিম
হাত ধরা কি সহজ কথা ভাবনাতে তিতা নিম।
আপনার মন্তব্য