জয়ীতার গল্প-২

 প্রকাশিত: ২০১৬-০৭-২৩ ২২:০৮:৪২

শিপন হালদার:

জয়ীতার গল্প-২
ও তাকালেই চোখের পাতায় ভেসে ওঠে লাল কাঁকড়া
স্বপ্নেরা খেলা করে বালুচরে
ও ছুঁয়ে দিলেই ধমনীতে রক্তস্রোত বেড়ে যায় শতগুণ
মন ভেসে যায় জোয়ারে ...

ও ডাকলেই ছিঁড়ে যায় জন্মান্তরের শক্ত বাঁধন
আকাশে ওড়ে সাদা ওড়না
ও চাইলেই ভুলে যাই নিজেকে; চিরচেনা যা কিছু
ওড়নায় উড়ে জয়ীতার মুখ...

তবু কেন এই অপেক্ষা; কেন মনে এতো দ্বিধা
চিন্তার রেখা চাঁদের বুকে
জয়ীতা জানে না, ও চাইলেই সূর্য উঠবে ইচ্ছেমতো
খুঁজে নেবো নিজের সুখ...!

আপনার মন্তব্য