জয়ীতার গল্প- ৭

 প্রকাশিত: ২০১৬-০৮-২৪ ২৩:১৯:২১

শিপন হালদার:

জয়ীতার গল্প-৭
বুকের বাম পাশের ব্যথাটা একটু বেড়েছে
হাড়গুলো খুলে নিচ্ছে সুখের পাটাতন
বাজারের জলপাই কাঁদছে হাতের মুঠোয়
তবু মন দিচ্ছে না সাড়া... বিস্বাদ সময়!

শীতের রাতে জমাট বেধেছে 'অপেক্ষা'
আধো কুয়াশায় ডাকছে রাতের পাখি
চাঁদর মোড়ানো সন্ধ্যাটা ডাকছে স্মৃতিঘর
যেখানে জয়ীতা বিনম্র... একাকী...!

ছোট্ট আঙ্গিনায় ঘাস-শিশিরের আলিঙ্গন
করিডোরের পাখিটাও ভাঙছে লজ্জা!
ভালো না লাগার অসম প্রতিযোগিতায়
জিতবো আমি... তুমি না জয়ীতা!

আপনার মন্তব্য