এদের কারণেই সুন্দরবন যে মরে যায়!

 প্রকাশিত: ২০১৬-০৭-২৯ ২১:৪৭:২৮

 আপডেট: ২০১৬-০৭-২৯ ২১:৫৮:২৪

শফিকুল ইসলাম:

শফিকুল ইসলাম-এর ২ কবিতা
রাক্ষুসে চোখ
বসে আছি ছায়ায় গজারি গাছের নিচে
রাক্ষস রাষ্ট্র এখনো দেখেনি তাকে তার ভয়ঙ্কর চোখে।

দেশ আক্রান্ত দ্য এপিকের শত্রুর আক্রমণে
আসবে কবে সবুজ সকাল সকল কিছু শেষ করে।

আশায় থাকি বাঁচবে গাছ জাগবে রাষ্ট্র নিজ দায়িত্বে
বনের বাঘ, বনের হরিণ থাকবে বনে নির্ভয়ে।

বসে আছি গাছের নিচে এখন একটু ভয়ে ভয়ে
কখন পড়বে চোখ রাষ্ট্র নামক ভয়ঙ্কর যন্ত্র থেকে।

সরকার মালিক, রাষ্ট্র-ই বাপ কিছু কিছু পেটুক নেতার
কী বলব আর… এদের কারণেই সুন্দরবন যে মরে যায়।

নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণকারীর নিয়ন্ত্রণে আমরা বন্দি
ডানাকাটা না- উড়া পাখি
দীঘল হাতে কঠিন রুলে করে নজরবন্দি,
আমরা যাই কোথায়?

অন্যায় বন্ধে অন্যায় করে
হাজার মানুষ তাতেই মরে
আমরা নিয়ন্ত্রণে।

কঠিন-কঠোর রোগে আমরা জর্জরিত
আমরা দেখছি দেশে কালো শকুনে মুখরিত
আমরা তাতেই আতঙ্কিত...
ভয় পাচ্ছি তাতে করি না প্রতিবাদ উচ্চারিত
আমরা আছি কঠোর নিয়ন্ত্রণে।

বিভীষিকার বর্জ্য আলো-আমাদেরকে করছে কাবু
আমরা জ্বালাই না স্বচ্ছ আলো-ভয়ে যেনো নতজানু।

আপনার মন্তব্য